‘ক্রিকেট ফিরছে তাতেই আমরা খুশি’

Looks like you've blocked notifications!
ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

করোনার ধাক্কা এড়িয়ে প্রায় সব দেশেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। অপেক্ষায় ছিল বাংলাদেশ। এবার বাংলাদেশেরও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব-তামিমেরা।

এত দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বলে উচ্ছ্বসিত ক্রিকেটারেরা। সংবাদমাধ্যমে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে চতুর্থ দিনের মতো দলীয় অনুশীলন করছেন ক্রিকেটারেরা। আজ বুধবার দলের অনুশীলনে এসে মিরাজ বলেন, ‘আমার কাছে খুব ভালো লাগছে যে, অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। সবচেয়ে বড় কথা, আমরা একটা পরিস্থিতি পার করছি। গত এক বছর আমরা হতাশ ছিলাম। অনুশীলনও সেভাবে করতে পারছিলাম না। কিন্তু এক বছর পর খেলা শুরু হচ্ছে, তাতে আমারা প্রত্যেকে খুবই খুশি। সবচেয়ে ভালো কথা, আমরা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছি। চার দিন আমরা অনুশীলন সেশন পার করেছি।’

তরুণ এই স্পিনার আরো বলেন, ‘আমরা সবাই খেলার জন্য মুখিয়ে আছি। সাকিব ভাইও দলে ফিরেছেন। আমি মনে করি, আমাদের দল একটা ভালো অবস্থায় আছে। সামনে যে সিরিজ আছে, অবশ্যই আমরা খুব ভালো করতে পারব।’

করোনা বিরতির আগে আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না মিরাজের। তাই ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে নিজেকে খুঁজে পেতে মরিয়া এই তরুণ স্পিনার, ‘এটা ঠিক, তিন বা চারটি আন্তর্জাতিক ম্যাচে  আমি তেমন ভালো করতে পারিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি ভালো করেছি। এখন দেশের মাটিতে খেলা, এখানে নিজেকে ফিরে পাওয়ার একটা সুযোগ থাকবে। চেষ্টা করব ভালো করার জন্য।’