ক্রিকেট মাঠে সাপ, ভয় পেলেন ভারতীয় ক্রিকেটাররা

Looks like you've blocked notifications!

বৃষ্টির কারণে আসামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচ ভেস্তে গেছে। এক বলও খেলা মাঠে গড়ায়নি। অন্যদিকে ভারতের আরেক প্রান্তে মাঠে কিলবিল করছে সাপ। মুম্বাইতে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগের খেলা চলছিল, মুখোমুখি হয়েছিল মুম্বাই ও কর্ণাটক। আচমকা দুই দলের ক্রিকেটাররা মাঠে সাপের উপস্থিতি দেখতে পেলেন। ফিল্ডাররা ভয় পাওয়ায় একাধিকবার খেলা বন্ধ হয়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, সাপ ধরতে মাঠে নামাতে হয়েছে প্রশিক্ষিত লোকদের। যাঁরা বাগে আনেন জোড়া সাপকে।

ভারতের ক্রিকেট মাঠে সাপের উপদ্রব এবারই প্রথম নয়। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশ ও বিদর্ভের খেলা চলাকালীন সাপ ঢুকে পড়েছিল মাঠে। তাই খেলা শুরু হতে দেরি হয়েছিল।

এদিকে চলমান রঞ্জি ট্রফিতে সেই ম্যাচে মুম্বাই পর্যুদস্ত হয়েছে কর্ণাটকের কাছে। ম্যাচে পাঁচ উইকেটে কর্ণাটক জেতে। তাও আড়াই দিনের মধ্যে। ঘরের মাঠে এই নিয়ে টানা দুই ম্যাচ হারল মুম্বাই। এটি কর্ণাটকের টানা চতুর্থ জয়। মুম্বাই পরের ম্যাচে খেলবে তামিলনাড়ুর বিপক্ষে।