ক্লান্তির অজুহাতে টেস্ট খেলতে চান না মুস্তাফিজ
বেশ কিছু দিন ধরে বিষয়টি আলোচনায়। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আবার টেস্ট দলে ফিরবেন কি না, তা নিয়ে। সম্প্রতি কাটার-মাস্টার বলেছিলেন, ক্যারিয়ার দীর্ঘ করতে ফরম্যাট বাছাই করে খেলতে চান তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর জবাবে বলেন, প্রয়োজন হলে টেস্ট খেলতে হবে।
সমানে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। দলের কয়েকজন মূল পেসার চোটে। তাই মুস্তাফিজকে নিয়ে আবার আলোচনা শুরু হয়, তাঁকে কারিবীয় সফরের দলে নেওয়া হবে কি না।
আজ শনিবার জানা গেছে নতুন তথ্য। কিছুদিন বিশ্রাম নিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে চান মুস্তাফিজ। বিসিবির ক্রিকেট কিমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এ তথ্য।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জালাল ইউনুস বলেন, ‘আমাদের দুজন মূল পেসার নেই, চোটে আক্রান্ত। তাই মুস্তাফিজকে আমরা জানিয়েছি, তাকে দলে দরকার। অনেক দিন টেস্ট খেলার মধ্যে নেই বলে এখনই ফরম্যাটে খেলা কঠিন বলে জানিয়েছে সে। কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘দুই মাস ধরে আইপিএলে আছে। সে ফিজিক্যালি ফিট নয় বলে জানিয়েছে। আমরা জানিয়েছি, তুমি আসো, দেখা যাক কী করা যায়।’
এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মুস্তাফিজকে দলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা তাকে টেস্ট দলে প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে।’