ক্লাবের সিদ্ধান্তের বিরুদ্ধে রিয়াল তারকা!
করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থা। বন্ধ হয়ে গেছে বিশ্বের সব টুর্নামেন্ট। কবে খেলা শুরু হবে তা অনিশ্চিত। এই কঠিন সময়ে ফুটবলারদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ক্লাবগুলো।
এরই মধ্যে অনেক ফুটবলাররাই ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। খেলোয়াড়দের ৭০ ভাগ করে বেতন কেটেছে বার্সেলোনা। চার মাসের বেতন নেবেন না জুভেন্টাসের খেলোয়াড়রাও। এ ছাড়া আতলেটিকো মাদ্রিদ, বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া ডটমুন্ডও বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।
সে পথে রিয়াল মাদ্রিদও, খেলোয়াড়দের বেতন কাটতে চাইছে তারাও। কিন্তু বেতন কাটার পক্ষে নন দলটির ফুটবলার টনি ক্রুস। এক ভিডিও বার্তায় বেতন কাটা নিয়ে নিজের মতামত জানিয়ে দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকা।
বেতন কাটতে দুটি পথ বেছে নিয়েছে রিয়াল। একটি হলো জরুরি অবস্থার পর পুনরায় খেলা শুরু হলে ১২ শতাংশ বেতন কেটে রাখা হবে, আর খেলা না হলে বেতন কাটা হবে ২০ শতাংশ।
এ ব্যাপারে টনি বলেন, ‘বেতন কম নেওয়া অনেকটা বৃথা দানের মতো। আমি পূর্ণ বেতন পাওয়ার পক্ষে। সবাইকে যেখানে দরকার সেখানে সাহায্য করতে বলা হচ্ছে এবং সাহায্যের দরকার এমন অনেক জায়গা আছে। অনেক ক্লাব তাদের পরিকল্পিত আয় হারাচ্ছে। এটা নির্ভর করছে সবকিছু কতদিন বন্ধ থাকবে তার ওপর। উদাহরণ হিসেবে, যদি মে মাসে ফুটবল আবার শুরু হয়, তবে সমাধান অবশ্যই পাওয়া যাবে।'