খেলার মাঠে ইফতার করলেন ফুটবলাররা

Looks like you've blocked notifications!
মাঠে বসেই ইফতার সারছেন ফুটবলাররা। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে বিশ্বব্যাপী রোজা পালন করেন মুসলিমরা। খেলোয়াড়েরাও এর থেকে ব্যতিক্রম নন। প্রায় দেখা যায় রোজা রেখেই খেলে থাকেন খেলোয়াড়েরা। আবার খেলার ফাঁকে সেরে নেন ইফতার। এবার এমন দৃশ্য চোখে পড়ল তুরস্কের দ্বিতীয় বিভাগ ফুটবলে।

গত মঙ্গলবার থেকে তুরস্কে রোজা শুরু হয়। ওই দিনই মাঠে গড়ায় দেশটির দ্বিতীয় বিভাগ ফুটবল। রোজা রেখে খেলছিলেন ফুটবলাররা। আর মাগরিবের আজান শুরু হতেই খেলায় কিছুটা বিরতি নিয়ে ইফতার সেরে নিলেন ফুটবলাররা।

আঙ্কারা কেচিওরেনগুজুর খেলোয়াড়রা মাঠের একপাশে বসে ইফতার সেরে নেন। ওই দৃশ্যটুকুই সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করেছে বিইন স্পোর্টস। ক্যাপশনে লিখেছে, ‘জিরেসুনস্পোর-কেচিওরেনগুজুর ম্যাচে এক খেলোয়াড় চোট পেয়েছিলেন আজানের সময়। খেলোয়াড়রা রোজা ভেঙে নিচ্ছেন।’

মুহূর্তের মধ্যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মাঠের এক পাশে হাঁটু গেড়ে বসে কলা ও খেজুর খেয়ে ইফতার সেরে নিচ্ছিলেন কেচিওরেনগুজুরের চার খেলোয়াড়। গোলরক্ষকে গোলবারেই ইফতার করতে দেখা যায়। ম্যাচটিতে শেষ পর্যন্ত জিরেসুনস্পোরের কাছে ২-১ গোলে হেরেছে  কেচিওরেনগুজুর। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি সাড়া ফেলেছে ভিডিও ক্লিপটি।