গত ১২ বছরে চরম ব্যর্থ সালাউদ্দিন, দাবি মানিকের
ফুটবলের উন্নয়েন লম্বা ইশতেহার ঘোষণা করেছেন কাজী সালাউদ্দিন। দেখিয়েছেন অনেক স্বপ্ন। বাফুফের নির্বাচনে সভাপতি পদে তাঁর প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক এমন সব কথায় বিশ্বাস করেন না। গত ১২ বছরে সভাপতি হিসেবে সালাউদ্দিন চরম ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন সাবেক এই ফুটবলার ও কোচ।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম মানিক বলেন, ‘গতবার উনি ২৫টি ইশতেহার দিয়েছিলেন। এর মধ্যে মাত্র চার-পাঁচটি পূরণ করতে পেরেছেন, বাকি সব ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন। আবার তিনি লম্বা ইশতেহার ঘোষণা করেছেন। গতবার ও এবারের ইশতেহার, সবই আসলে ফেক। আমরা কথায় বিশ্বাস করি না। কাজে বিশ্বাস করি।’
সাবেক এই ফুটবলার এবং বর্তমান কোচ আরো বলেন, ‘গত ১২ বছরে উনি চরম ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণ উনি নিজেই, যেহেতু উনি ওই চেয়ারে বসেছেন। বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। এভাবে মানুষকে ঠকানো উচিত নয়।’
সালাউদ্দিন ফুটবলারদের সম্মান করেন না বলেও মনে করেন মানিক, ‘উনি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়। কিন্তু উনি আজ জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের সম্মান দিয়ে কথা বলেননি। এটা ঠিক হয়নি। জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের পূর্ণ সম্মান দেওয়া উচিত।’
বাফুফে সভাপতি নিজের ব্যর্থতা স্বীকার করেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই কোচ, ‘উনি (সালাউদ্দিন) কখনোই নিজের ব্যর্থতা স্বীকার করেন না। উনি যখন কোচ ছিলেন, বাংলাদেশ দল অনেক বড় ব্যবধানে হারত। সেসব উনি স্বীকার করেন না। আমি কোচ থাকাকালীন জিমের একটা ডিজাইন দিয়েছিলাম, সেটি উনি দেখেছেন বলেও মনে হয় না। তাই এখন কাউন্সিলররা নিজেদের বিবেক-বুদ্ধি দিয়ে সব বিচার করবেন বলে মনে করি আমি।’
এদিকে আজ রাজধানীর এক হোটেলে ইশতেহার ঘোষণা করেন কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে তুলে ধরেন গত ১২ বছরে নিজের সাফল্যের চিত্র।
জাতীয় দল নিয়ে ছয়টি, ঘরোয়া ফুটবল নিয়ে নয়টি, নারী ফুটবল নিয়ে চারটি, উন্নয়ন প্রকল্প নিয়ে সাতটি ও টেকনিক্যাল বিষয় নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান সালাউদ্দিন।