গোলের সেঞ্চুরি করা রোনালদোকে পেলের শুভেচ্ছা

Looks like you've blocked notifications!
ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড় পেলে ও পর্তুগালের বিখ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে দারুণ রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক আঙিনায় করলেন গোলের সেঞ্চুরি। এমন রেকর্ড ছোঁয়ায় পর্তুগিজ সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।   

গত মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগে ‘সি’ গ্রপের ম্যাচে রোনালদোর জোড়া গোলে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচটির ৪৫তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে নিজের ১০০তম আন্তর্জাতিক গোল স্পর্শ করেন সিআর সেভেন।

১৬৫ ম্যাচ খেলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ১০০ গোল করার কীর্তি গড়লেন জুভেন্টাস তারকা। রোনালদোর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ইরানের আলি দায়িই একমাত্র ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। তাঁর আন্তর্জাতিক গোল ১০৯টি। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। সুইডেনের বিপক্ষে দ্বিতীয়বার জালের দেখা পেয়ে ১০১ গোলে পৌঁছে যান রোনালদো।

জুভেন্টাস তারকার দারুণ কীর্তির জন্য অভিনন্দন জানিয়ে টুইটারে সাবেক ব্রাজিল তারকা পেলে লিখেছেন, ‘ভেবেছিলাম আমরা ১০০তম গোল উদযাপন করব! কিন্তু এটা এখন ১০১। নতুন উচ্চতায় ওঠার জন্য তোমাকে অভিনন্দন ক্রিস্টিয়ানো।’

পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ২০০৪ সালে গ্রিসের বিপক্ষে প্রথম গোল করেন রোনালদো। উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচ পর্তুগাল হেরেছিল ১-২ ব্যবধানে। কিন্তু সেই ম্যাচেই আন্তর্জাতিক গোলের খাতা খোলেন জুভেন্টাস তারকা। এত বছর পর করলেন গোলের সেঞ্চুরি।