গোল্ডেন বুটের দৌড় থেকে ছিটকে যাচ্ছেন রোনালদো

Looks like you've blocked notifications!

এক ম্যাচ আগেই সিরিআ-এ নবম শিরোপা জেতার উল্লাস করেছে জুভেন্টাস। গতকাল বুধবার রাতে কাইয়ারির বিপক্ষে জয় দিয়ে উৎসবটা আরো রঙিন করতে পারত ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু, সেটা আর হলো না। উল্টো নিচের সারির দলের কাছে হেরে গেল তুরিনের ক্লাবটি। সেইসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল্ডেন বুট জয়ের স্বপ্নটাও ফিকে হয়ে গেল। এবারের মৌসুমে সোনার জুতা জোড়া জেতা অনেকটা দুঃসাধ্য হয়ে পড়েছে পর্তুগিজ তারকার।

বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ৩১। রোমার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে জুভেন্টাস। ম্যাচটিতে রোনালদোকে অন্তত চার গোল করতে হবে। সেইসঙ্গে দেখতে হবে লাৎসিও তারকা চিরো ইমোবিল শেষ ম্যাচে কয় গোল করেন। কেননা ৩৫ গোল করে এরই মধ্যে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে কাছে আছেন ইমোবিল। তাই রোনালদোর গোল্ডেন বুট জেতা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

এত দিন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ৩৪ গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তাঁকে ছাড়িয়ে গেছেন ইমোবিল। 

গোল্ডেন বুটের জন্য শুধু লিগের গোল বিবেচনায় নেওয়া হয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলপ্রতি দুই পয়েন্ট যোগ করা হয়। সে হিসাবে ৩৫ গোল করে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ইমোবিল। ৩৪ গোল করা লেভানদোভস্কির পয়েন্ট ৬৮। ৬২ পয়েন্ট নিয়ে তিনে আছেন রোনালদো। ২৫ গোলে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে আছেন বার্সা তারকা লিওনেল মেসি।

এদিকে আর এক গোল করলেই সিরিআয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন ইমোবিল। ২০১৫-১৬ মৌসুমে ৩৬ গোলের রেকর্ড গড়েছিলেন নাপোলির সাবেক স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। গত ১৩ বছরে মেসি-রোনালদোর বাইরে গোল্ডেন বুট জিততে পেরেছেন মাত্র দুজন খেলোয়াড়। তাঁরা হলেন ডিয়াগো ফোরলান ও লুইস সুয়ারেজ। এবার হয়তো তৃতীয় নামটি যুক্ত হতে যাচ্ছে চিরো ইমোবিলের।