ঘরের মাঠে জার্মানির ড্র
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই দুই দফা পিছিয়ে পড়ে জার্মানি। এরপর গুছিয়ে নিয়ে খেলায় ফেরে স্বাগতিকরা। কিন্তু ঘুরে দাঁড়িয়েও সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পায়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ছয় গোলের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে জার্মানি।
উয়েফা নেশন্স লিগে গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সুইসদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি। প্রথম পর্বেও দুই দলের লড়াই ১-১ ড্রয়ে শেষ হয়েছিল।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। কর্নার থেকে রেমো ফ্রয়লার হেড করার পর আরেক হেডে বল ঠিকানায় পাঠান মারিও গাভরানোভিচ।
২৬ মিনিটে আবারও এগিয়ে যায় সুইসরা। অবশ্য এই গোলে অবদান ছিল জার্মানির। মাঝমাঠ থেকে টনি ক্রুসের থেকে বল নিয়ে শাচিরিকে বাড়ান সেফেরোভিচকে। তরুণ এই ফরোয়ার্ডের ক্রস হালকা ছোঁয়ায় ঠিকানায় পাঠান ফ্রয়লার।
আক্রমণে ধার বাড়িয়ে দুই মিনিট পর প্রথম গোলের দেখা পায় জার্মানি। কাই হাভার্টজ থেকে পাওয়া বল কোনাকুনি শটে ঠিকানায় পাঠান টিমো ভেরনার।
এরপর ৫৫ মিনিটে সমতায় ফেরে জার্মানি। ডান দিক দিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে কোনাকুটি শটে লক্ষ্যভেদ করেন হাভার্টজ। পরের মিনিটে আবারও এগিয়ে যায় সুইসরা। তৃতীয় গোলটি করেন জাগরেভের ফরোয়ার্ড গাভরানোভিচ।
৫ মিনিট বাদে ভেরনার পাস পেয়ে জার্মানিকে সমতায় ফেরান জিনাব্রি। শেষের দিকে আর কোনো গোল না এলে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
লেভেল ‘এ’র চার নম্বর গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানি। সমান ৬ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে ইউক্রেন। ২ পয়েন্ট নিয়ে চারে আছে সুইজারল্যান্ড।