চাকরি হারাচ্ছেন বার্সা কোচ?

Looks like you've blocked notifications!

বায়ার্ন মিউনিখের অষ্টম গোলের সময় টিভি পর্দায় ভেসে ওঠে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের অসহায় চেহারাটা। তখন ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে ছিলেন সেতিয়েন। ক্যামেরা থেকে নিজেকে আড়াল করতে কিছুটা ঘুরে দাঁড়ালেন। কিন্তু চেহারা আড়াল করলেও দলের ব্যর্থতা আড়াল করতে পারেননি। বড় মঞ্চে খেলতে এসে আট গোল খেয়েছে বার্সেলোনা।  এতে কাতালান ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ যে অন্ধকার সেটাই হয়তো আঁচ করতে পেরেছেন তিনি।

করোনা বিরতির পর ফুটবলে ফেরাটা সুখকর হয়নি বার্সার। মাঠে ফিরেই হারিয়েছে লা লিগার শ্রেষ্ঠত্ব। লা লিগার ব্যর্থতা কাটিয়ে স্বপ্ন দেখেছিল চ্যাম্পিয়নস লিগ নিয়ে।  এবার সে স্বপ্নটাও ভেঙে দিল বায়ার্ন। শেষ আটের লড়াইয়ে বায়ার্নের কাছে ৮-২ গোলে হেরে লিগ থেকে ছিটকে গেল বার্সা।

এমন ফলাফলের পর চাকরি হারাতে পারেন কোচ কিকে সেতিয়েন, সেটা অনুমেয়। এমন গুঞ্জন শোনাও যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমগুলোও একই খবর জানাচ্ছে। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, বায়ার্ন মিউনিখের কাছে হারার পর ছাঁটাই হতে পারেন কিকে সেতিয়েন। বার্সা কোচের চাকরি হারানোর গুঞ্জনের কথা জানিয়েছে ফুটবল বিষয়ক সংবদামাধ্যম গোল ডটকমও।

এ দিকে বার্সায় যে বড়সড় পরিবর্তন আসছে সেটার আভাস মিলেছে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর কথাতেও। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। তবে সিদ্ধান্তগুলোর ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। এখন সিদ্ধান্ত প্রতিফলন করতে হবে।

সেতিয়েনের চাকরি গেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন মেসিদের পরবর্তী কোচ? সেক্ষেত্রে সবার আগে আসছে, মরিসিও পচেত্তিনোর নাম। গত বছরের শেষদিকে ছাঁটাই হওয়ার পর পচেত্তিনো এখনো কোনো ক্লাবের দায়িত্ব নেননি।

পচেত্তিনো ছাড়াও আরেকজনের নাম আসছে। তিনি হলেন বার্সারই সাবেক তারকা খেলোয়াড় জাভি হার্নান্দেজ। যদিও বার্সার কোচ হওয়ার সুযোগ আগেই পেয়েছিলেন তিনি। সেতিয়েনকে নিয়োগের আগে জাভিকে প্রস্তুাব দেয় বার্সা। কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে থাকা জাভি জানান, নিজেকে আরেকটু ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি। নতুন মৌসুমে শেষ পর্যন্ত বার্সার কোচ পদে কাকে দেখা যায়- সেটাই দেখার অপেক্ষা।