চুক্তির মেয়াদ বাড়ল জেমি ডের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডের। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
এক ভিডিও বার্তায় আবু নাঈম বলেন, ‘আমরা এটি নিশ্চিত করতে চাই যে, জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসেবে জেমি ডের সঙ্গে চুক্তির বিষয়টি অনেকটাই সম্পাদনের পথে। আজ অবশ্য আমরা তার সঙ্গে ভার্চুয়াল চুক্তি সম্পন্ন করেছি। জেমি ডে দুই বছরের জন্য নতুন চুক্তির বিষয়টি অনুমোদন করেছেন। ২০২০ সালের আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে নতুন চুক্তির মেয়াদ। শেষ হবে ২০২২ সালের মধ্য আগস্টে।’
বাফুফে সম্পাদক আরো বলেন, ‘আজ বুধবার অনুষ্ঠিত হবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক। সেখানে করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে। আগামীকাল বৃহস্পতিবার আয়োজন করা হবে জেমি ডে-কে নিয়ে একটি উন্মুক্ত সেশন। সেই সঙ্গে একটি অনলাইন সংবাদ সম্মেলন। যেখানে স্থানীয় সাংবাদিকরা পরবর্তী দুই বছরের পরিকল্পনার বিষয়ে বিভিন্ন প্রশ্ন রাখতে পারবেন।’
এখন ইংল্যান্ডে আছেন জেমি ডে। সেখান থেকে এক বিবৃতিতে তিনি জানিছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আরো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বাফুফের সঙ্গে নতুন করে কাজ শুরুর করার জন্য আমি অপেক্ষা করছি।’
তিনি আরো বলেন, ‘এখন আমি জাতীয় দলের উন্নতি ও অগ্রগতি নিয়ে কাজ করতে চাই। অক্টোবর ও নভেম্বরে আমাদের চারটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। ক্যাম্পে ফিরে ছেলেদের এই ম্যাচের জন্য ফিট ও প্রস্তুত করে তুলতে আমার আর তর সইছে না। দল নিয়ে আমি সত্যিকার অর্থেই ভালো কাজ করতে চাই।’