চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার
কয়েক বছর হয়ে গেল প্যারিসে পা রেখেছেন নেইমার। কিন্তু, ফরাসি ক্লাবে গিয়ে সুখকর স্মৃতির চেয়ে চোটের অবসাদেই বেশি ভুগেছেন ব্রাজিল সুপারস্টার। বারবার বাজে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এবারও ব্যাতিক্রম হলো না। সাঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার।
গতকাল রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে পিএসজি। জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মার্কিনিয়োস। আরেকটি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর, প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেছেন দেনিস বুয়াঙ্গা।
জয়ের ম্যাচে আরেকটি হতাশার সঙ্গী হলো প্যারিসের ক্লাবটি। দলের অন্যতম তারকা নেইমার চোট পেয়েছেন। ঘটনটি ঘটে ৮৪ মিনিটে। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু, তাঁর বাঁ-পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে গোড়ালি বেঁকে যায় নেইমারের। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। মাঠ ছাড়ার সময় কাঁদতে দেখা যায় ব্রাজিলের তারকাকে।
চোট কতটা গুরুতর সে ব্যাপারে জানা যায়নি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, খুব ব্যথা পেয়েছেন নেইমার। তাঁর পা মচকে গেছে। সোমবার পরীক্ষা করার পর বোঝা যাবে নেইমারের চোট কতটা গুরুতর।
পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই চোট পিছু ছাড়ছে না নেইমারের। প্রথম দুই মৌসুমের শেষভাগে তো এই চোটের কারণে নেইমারকে খেলাতেই পারেনি পিএসজি। মাঝে কিছু সময় চোটমুক্ত ছিলেন। দুর্দান্ত পারফর্ম করে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলেছেন নেইমার। কদিন বাদে আরেকটি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে নামবে পিএসজি। ইউরোপসেরা প্রতিযোগিতার লড়াইয়ের আগে নেইমারকে নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গেল প্যারিসের ক্লাবটি।
তবে, চোট কাটিয়ে আরো শক্তিশালীভাবে ফিরতে চান নেইমার। নিজের ইনস্টাগ্রামে পিএসজি তারকা লিখেছেন, ‘দুঃখজনক হলেও এসব বাধা একজন অ্যাথলেটের জীবনের অংশ। মাথা উঁচু করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আমি আরও ভালো ও শক্তিশালী হয়ে ফিরে আসব।’