চোখের জলে শিরোপা উৎসর্গ করলেন ক্লপ

Looks like you've blocked notifications!

একটি শিরোপা অপেক্ষায় কেটে গেছে অনেক বছর। অবশেষে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। এমন প্রাপ্তিতে অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। চোখের জলে এই শিরোপা জয় সমর্থক ও সাবেকদের উৎসর্গ করলেন তিনি।

কাগজে-কলমে এবারের মৌসুমে লিভারপুলের শিরোপা জেতার সম্ভাবনা জাগে আগেই। চেলসি ও ম্যানচেস্টার সিটির ম্যাচ অপেক্ষা বাড়ায়। ম্যাচটিতে চেলসির কাছে ম্যানচেস্টার সিটি হারলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইয়ুর্গেন ক্লপের দল। এমন সমীকরণ নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামে দুই দল। গতকাল বৃহস্পতিবার রাতে সেটাই হলো। সিটিকে ২-১ গোলে হারাল চেলসি। ফলে শিরোপা উল্লাস করল লিভারপুল।

চ্যাম্পিয়নের তকমা পাওয়ার দিনে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আনন্দে কান্না করে দেন ক্লপ। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অভিভূত, কখনই ভাবতে পারিনি, এটির অনুভূতি এ রকম। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা অবিশ্বাস্য, যতটা  সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি কিছু। এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হতে পারা সত্যিই অবিশ্বাস্য। এটা কেনির (ডালগ্লিশ) জন্য, স্টিভির (স্টিভেন জেরার্ড) জন্য, এটা সবার জন্য।’

এরপর ক্লপ বলেন, ‘এই রাতটা আপনাদের জন্য। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে ঘরে থাকার অনুরোধ রইল। মন চাইলে বাসার সামনে যেতে পারেন। এর বেশি না। এটা আমরা একসঙ্গে করব এবং আপনাদের জন্য এ কাজটা করতে পারা হবে খুব আনন্দের।'