চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি

Looks like you've blocked notifications!
ফ্রান্সের নারী রেফারি স্টিফানি ফ্র্যাপার্ট। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে এই প্রথম কোনো নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ফ্রান্সের স্টিফানি ফ্র্যাপার্ট আগামীকাল বুধবার তুরিনের জুভেন্টাস ও ডায়নামো কিয়েভের ম্যাচটি পরিচালনা করবেন। ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই তথ্য নিশ্চিত করেছে।

ডেইলি মেইলের খবরে জানা গেছে, ফ্রান্সের ৩৬ বছর বয়সী রেফারি ফ্র্যাপার্ট এরই মধ্যেই দেশটির ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৯ সালে উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল ও চেলসির ম্যাচটিতেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন। অক্টোবরে ইউরোপা লিগেও রেফারি হিসেবে তাঁর অভিষেক হয়েছে।

আগামীকাল আলিয়াঁজ স্টেডিয়ামে গ্রুপ ‘জি’র ম্যাচে ইউক্রেনিয়ান দল কিয়েভকে আতিথ্য দেবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। বর্তমানে শীর্ষে থাকা বার্সেলেনোর সঙ্গে এরই মধ্যে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব খেলা নিশ্চিত করেছে জুভেন্টাস। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।