ছেলের কাছে হারলেন ‘বাবা’ মাশরাফী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/28/mash.jpg)
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১০ দিনের সাধারণ ছুটি দিয়েছে বাংলাদেশ সরকার। হোম কোয়ারেন্টিনে কীভাবে সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি। গতকাল শুক্রবার রাতে ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে ক্যারম খেলছেন মাশরাফী।
ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শুরুতেই স্ট্রাইক নেয় সাহেল। সায়েলের ছিল সাদা ঘুঁটি, মাশরাফীর কালো ঘুঁটি। খেলায় প্রথম ঘুঁটিও সাহেল ফেলে দেয়। এতে অবাক হয়ে মুখ হাঁ করে ছেলের দিকে তাকিয়ে থাকেন ম্যাশ।
পরে তেতে ওঠেন মাশরাফী। এরপর আটটি ঘুঁটি ফেলেন মাশরাফী। ফলে সহজ জয়ের পথ তৈরি করে ফেলেন ম্যাশ। কারণ, তখন রেডসহ তাঁর মাত্র একটি ঘুঁটি ছিল। আর সাহেলের ছিল আটটি ঘুঁটি। রেড কভার দিতে পারলেই জিতে যেতেন মাশরাফী। কিন্তু তিনি তা পারেননি।
পরে রেড কভার দিয়ে দেন সাহেল। এতে মাশরাফীর থাকে একটি ঘুঁটি। আর সায়েলের ছিল ছয়টি। ছেলের নিশ্চিত হার দেখে ইচ্ছাকৃত ওলটপালট খেলতে শুরু করেন মাশরাফী। সেটি বোঝেনি সাহেল। নিজের মতো করে দুর্দান্ত কিছু ঘুঁটি ফেলে বাবাকে অবাক করছিল সাহেল। একপর্যায়ে ছেলের দুরন্তপনা দেখে মাথায় হাতও দেন মাশরাফী। শেষ ঘুঁটি ফেলে জয় তুলে নেয় সাহেল। ৬ পয়েন্ট নিয়ে বোর্ড জিতে সে। ‘বাবারা কখনো ছেলের হার দেখতে চান না’— এমন কমেন্টে ভরে ওঠে সেই ভিডিওতে।
তবে কঠিন পরিস্থিতিতে বাসায় থেকে কীভাবে পরিবারের সঙ্গে আনন্দময় সময় পার করা যায়, সেটিও শেখালেন মাশরাফী।