ছয় গোলের ম্যাচে হোঁচট খেল জুভেন্টাস

Looks like you've blocked notifications!

ম্যাচের শুরুতেই জোড়া গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু এগিয়ে যাওয়ার সুফল ধরে রাখতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। বরং ছয় গোলের ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সাসসুয়োলোর মাঠে হোঁচট খেল মাওরিসিও সাররির দল।

গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সাসসুয়োলোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জুভেন্টাস। এর আগে প্রথম লেগেও ২-২ গোলে ড্র করেছিল দুই দল। এ নিয়ে ইতিলীয় লিগে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল না জুভেন্টাস।

তুরিনের ক্লাবটির পক্ষে জালের দেখা পেয়েছেন দানিলো, গনসালো হিগুয়াইন ও  আলেক্স সান্দ্রো। প্রতিপক্ষ দলের হয়ে গোল করেন ফিলিপ দুরিসিচি, ডমিনিকো ও  ফ্রান্সেস্কো।

চলতি লিগে ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে জুভেন্টাস। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতালান্তা।

গতকাল ম্যাচে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। মিরালেম পিয়ানিচ কর্নার থেকে পাওয়া বল দারুণ শটে ঠিকানায় পাঠান দানিলো।

পিয়ানিচের থ্রু বল ধরেই দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইন। তবে টানা দুই গোলে এগিয়ে থাকলেও রক্ষণ আগলে রাখতে পারেনি দলটি।

পাল্টা আক্রমণে ২৯ মিনিটে ব্যবধান কমায় সাসসুয়োলো। ফিলিপ দুরিসিচির শটে ২-১ স্কোর বোর্ড দাঁড়ায়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা।

ফলে হারের শঙ্কা জাগে রোনালদোদের শিবিরে। শেষ পর্যন্ত আলেক্স সান্দ্রোর গোলে প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে জুভেন্টাস।