জকোভিচের আয়োজনে টেনিস টুর্নামেন্ট

Looks like you've blocked notifications!
বেলগ্রেডে আবার সার্বিয়ান ওপেন টুর্নামেন্ট শুরু হচ্ছে। সংগৃহীত

আগামীকাল সোমবার বেলগ্রেডে আবার সার্বিয়ান ওপেন টুর্নামেন্ট শুরু হচ্ছে। আসরের আয়োজন করতে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। করোনার মধ্যে গত বছর এই চ্যারিটি টুর্নামেন্ট আয়োজন করে  সমালোচনার মুখে পড়েছিলেন এই সার্বিয়ান তারকা।

গত বছর এই টুর্নামেন্টের পর জকোভিচসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রায় হাজারখানেক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই চ্যারিটি টুর্নামেন্টে কোনো ধরনের সামাজিক দূরত্বের বালাই ছিল না।

এটিপি ট্যুরের খবরে জানা গেছে, আগামী ১৯-২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট আয়োজন হবে সম্পূর্ণ ভিন্নভাবে। এখানে কোনো ধরনের দর্শক উপস্থিতি থাকবে না, মানা হবে সব ধরনের কোভিড প্রোটোকল।

রোল্যাঁ গ্যাঁরোকে সামনে রেখে আগামী ২৪ মে থেকে বেলগ্রেডের নোভাক টেনিস সেন্টার আরও একটি ক্লে কোর্ট ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে।

কাল থেকে শুরু হতে যাওয়া সার্বিয়ান ওপেনে জকোভিচ ছাড়াও বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ তারকা অংশ নিচ্ছেন। যাদের মধ্যে অন্যতম হলেন ইতালির মাত্তেও বেরেত্তিনি ও অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলা রাশিয়ান আসলান কারাতসেভ।