জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ

Looks like you've blocked notifications!
জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ছবি : সংগৃহীত

ম্যাচের ৩২ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। জার্মান সুপার কাপের ফাইনালে তারা বড় ব্যবধানে জিতবে এমনটা ধরে নিয়েছিল অনেকেই। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দুটি গোল শোধ করে ফেলে বরুশিয়া ডর্টমুন্ড। তবে শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মেতে ওঠে বায়ার্ন।

গতকাল বুধবার রাতে বায়ার্ন ৩-২ গোলে জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে।     

গত মৌসুমে ট্রেবল জিতেছিল বায়ার্ন—উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ। এবারও শুরুর শিরোপা ঘরে তুলল তারা।

ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। সতীর্থের পাসে আলতো টোকায় গোল করেন তোলিসো। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার।

৩৯ মিনিটে ডর্টমুন্ডের হয়ে একটি গোল করে ব্যবধান কিছুটা কমান জার্মান ফরোয়ার্ড ব্রান্ডট। দলটির পক্ষে ৫৫ মিনিটে দ্বিতীয় গোল করে খেলার সমতায় আসে তারা (২-২)। হলান্ড করেন গোলটি।

এই ব্যবধানে যখন নির্ধারিত সময়ের খেলা শেষ হতে চলছিল, ঠিক তখনই বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি করেন কিমিচ। ম্যাচের ৮২ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এদিকে বুন্দেসলিগায় শালকেকে ৮-০ গোলে বিধ্বস্ত করে মৌসুম শুরু করে বায়ার্ন।

এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ইউরোপের শীর্ষ লিগের প্রথম নারী রেফারি বিবিয়ানা স্টাইনহাউস। ২০০৫ সালে আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিফার রেফারি প্যানেলে যোগ দিয়েছিলেন তিনি। এবার বিদায় বলে দিলেন তিনি।