জাল পাসপোর্টসহ রোনালদিনহো আটক!
জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে আটক হলেন সাবেক ব্রাজিলীয় তারকা ফুটবলার রোনালদিনহো। প্যারাগুয়ের অ্যাসুনশিও শহরের এক হোটেল থেকে রোনালদিনহো ও তাঁর ভাইকে আটক করে দেশটির পুলিশ।
প্যারাগুয়ের এক মন্ত্রী ইএসপিএনকে জানিয়েছেন, রোনালদিনহো এবং তাঁর ভাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রোনালদিনহোকে হোটেল থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ে পুলিশ।
রোনালদিনহো প্যারাগুয়েতে গিয়েছিলেন নিজের একটি বইয়ের প্রচারে। পাশাপাশি, দরিদ্র শিশুদের নিয়ে কিছু চ্যারিটি ইভেন্টেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
গত বছর জুলাইতে আয়কর বকেয়া রাখার অভিযোগে তাঁর ব্রাজিলীয় এবং স্প্যানিশ পাসপোর্ট বাজেয়াপ্ত হয়। তাই জাল পাসপোর্ট বানিয়ে প্যারাগুয়েতে ঢোকেন বলে অভিযোগ ওঠে সাবেক এই সুপারস্টারের বিরুদ্ধে।
প্যারাগুয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাজেয়াপ্ত হওয়া নথিপত্রের সত্যতা যাচাই করা হচ্ছে। দুটি পাসপোর্ট, একটি আইডি কার্ড এবং কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।’
প্যারাগুয়ের মন্ত্রী ইউক্লিডিস অ্যাসেভেডো সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার সকালে সরকারি কৌসুলির অফিসে রোনালদিনহোর বক্তব্য শোনা হবে।’