জাহানারার দুর্দান্ত বোলিংয়ে উড়ে গেল পাকিস্তান

Looks like you've blocked notifications!

প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাননি বাংলাদেশের মেয়েরা। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে ভুল করল না বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে চারটি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন জাহানারা আলম।

ব্রিজবেনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বাধিক ৪৩ রান করেন মুর্শিদা খাতুন। ৩৮ বলে তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। ২১ রান করেন ফারজানা হক। তবে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি বাকিরা। বিশ্বকাপের মূল মঞ্চে যাওয়ার আগে জয়টা আত্মবিশ্বাসী করলেও ব্যাটিং নিয়ে বাড়তি চিন্তা করতে হবে লাল-সবুজদের।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৬ গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে শুধু ভালো করেন জাবেরা খাতুন। ৩৪ বলে ৪১ রান করেন তিনি। এ ছাড়া ১৮ রান করেন আলিয়া রিয়াজ।

বল হাতে ২২ রান দিয়ে চার উইকেট নেন জাহানারা। ১১ রানে তিনটি উইকেট নেন খাদিজাতুল কুবরা। দুটি উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন।

আগামীকাল শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে মেয়েদের অন্য তিন প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

আগামী ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এরপর ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। মেলবোর্নে ২৯ ফেব্রুয়ারি সালমা-জাহানারাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ২ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০ ওভারে ১১১/৮ (শামিমা ৩, মুর্শিদা ৪৩, সানজিদা ০, নিগার ১৩, ফারজানা ২১, আয়েশা ২, রুমানা ৬, রিতু ১৪*, শোভানা ০, ফাহিমা ১*; আইমান ২/১২, সাদিয়া ১/১০, আনাম ১/১২)

পাকিস্তান : ১৯.৪ ওভারে ১০৬ (জাভেরিয়া ৪১, আয়েশা ১, বিসমাহ ২, উমাইমা ৪, দার ১৪, ইরাম ৫, আলিয়া ১৮, সিদরা ০, আইমান ৩, ফাতিমা ৯*, ডায়ানা ২; জাহানারা ৪/২২, কুবরা ৩/১১, সালমা ২/২৮, পান্না ১/১০)

ফল : বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৫ রানে জয়ী