জিতেই চলছে তামিম-এনামুলের প্রাইম ব্যাংক

Looks like you've blocked notifications!
প্রাইম ব্যাংক ও খেলাঘরের লড়াই। ছবি : সংগৃহীত

চলমান প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১তম রাউন্ডেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম-এনামুলরা। আজ বৃহস্পতিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। সহজ জয়ে শীর্ষে থেকেই সুপার লিগ খেলবে এনামুল হক বিজয়ের দল।

আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রাথমিক পর্বের শেষ দিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গেল ম্যাচের মতো এই ম্যাচেও সেরা হয়েছেন রনি তালুকদার।

চলমান লিগে ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে খেলাঘর।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। খেলাঘরের ইনিংস ৯ ওভারে ৬১ রানে গেলে বৃষ্টি নামে, তখন দৈর্ঘ্য কমানো হয়। শেষ পর্যন্ত আগে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেটে ৬৮ রান করে খেলাঘর। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শাহরিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন রাফসান আল মাহমুদ। বাকিরা কেউ ১০-এর ঘর পার করতে পারেননি।

বৃষ্টির আইনে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭৪। এই লক্ষ্য তাড়া করতে নেমে রনি তালুকদারের ব্যাটে সহজেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা রনি এবার করেন ১৯ বলে ৩৯ রান। ১৬ বলে ১৭ রান করেন এনামুল। ৯ রানে আউট হন তামিম ইকবাল।  

সংক্ষিপ্ত স্কোর

খেলাঘর : ১০ ওভারে ৬৮/৫ (সাদিকুর ১, কমল ৩১*, মিরাজ ০, ফরহাদ হোসেন ৮, রাফসান ১০, সালমান (আহত অবসর) ৮, রিশাদ ৪*; নাহিদুল ৩-০-১২-২, মনির ৩-০-২৪-১, নাঈম ১-০-১২-০, মুস্তাফিজ ২-০-১২-০)।

প্রাইম ব্যাংক : (লক্ষ্য ১০ ওভারে ৭৪) ৯.১ ওভারে ৭৪/৫ (রনি ৩৯, তামিম ৯, এনামুল ১৭, মিঠুন ১, অলক ০*, রুবেল ৪*; মিরাজ ২-০-৫-০, ইফরান ২-০-১৬-২, মাসুম ১.১-০-১৭-১)।

ফল: ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটে জয়ী প্রাইম ব্যাংক।

ম্যান অব দ্য ম্যাচ: রনি তালুকদার।