জিম্বাবুয়েকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া
১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে চরম তিক্ততার স্বাদ পেল জিম্বাবুয়ে। ঘরের মাঠে ব্যাটে-বলের দাপটে জিম্বাবুয়েকে রীতিমতো হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া।
আজ রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।
টাউন্সভিলে এদিন আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ নিতে পারেনি জিম্বাবুয়ে। দুই অসি বোলার ক্যামরন গ্রিন ও অ্যাডাম জাম্বার দাপটে মাত্র ২০০ রানেই থেমে যায় সফরকারীরা।
দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেনে মাধেভেরে। এ ছাড়া ৬১ বলে ৪৫ রান করেছেন মারুমানি। বাকিরা কেউই উইকেটে থিতু হতে পারেননি।
বল হাতে চমক দেখানো গ্রিন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন। ৫ উইকেট নিতে তিনি দিয়েছেন ৩৩ রান। এ ছাড়া ১০ ওভারে ৫৭ রানে ৩ উইকেট শিকার করেন জ্যাস্পা।
জবাব দিতে নেমে মাত্র ৩৩.৩ ওভার খেলেই জয়ের নাগাল পেয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ৪৮ রান আসে স্মিথের ব্যাট থেকে। স্টয়নিস করেন ১৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৭.৩ ওভারে ২০০ (কাইয়া ১৭, মারুমানি ৪৫, মাধেভেরে ৭২, মুনিয়োঙ্গা ৭, রাজা ৫, চাকাভা ৩১, বার্ল ২, জঙ্গুয়ে ৩, ইভান্স ৫, এনগারাভা ০*, নিয়াউচি ২; স্টার্ক ৮.৩-১-২৭-১, হেইজেলউড ১০-১-৩৬-০, মার্শ ৬-০-২২-১, গ্রিন ৯-০-৩৩-৫, জ্যাম্পা ১০-০-৫৭-৩, ম্যাক্সওয়েল ৪-০-১৯-০)।
অস্ট্রেলিয়া: ৩৩.৩ ওভারে ২০১/৫ (ফিঞ্চ ১৫, ওয়ার্নার ৫৭, স্মিথ ৪৮*, কেয়ারি ১০, স্টয়নিস ১৯,মার্শ ২, ম্যাক্সওয়েল ৩২*; মাধেভেরে ১-০-৯-০, নিয়াউচি ৫-০-২০-০, এনগারাভা ৫.৩-০-২৬-১, ইভান্স ৬-০-৩৩-০, রাজা ৮-০-৪৫-১, বার্ল ৭-০-৬০-৩, জঙ্গুয়ে ১-০-৩-০)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: ক্যামেরন গ্রিন।