জিম্বাবুয়েকে হেসেখেলে হারাল ভারত
কদিন আগে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ভারতের বিপক্ষেও জয়ের হুমকি দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই মুখ থুবড়ে পড়ল সেই হুমকি। ভারতের কাছে পাত্তাই পেল না স্বাগতিকরা। বরং দাপট দেখিয়ে জিম্বাবুয়েকে হেসেখেলে হারাল ভারত।
আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলে সফরকারীরা।
দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে অল্পতে থামানোর পর শেখর ধাওয়ান ও শুভমান গিলের দায়িত্বশীলতায় এত বড় জয় পেয়েছে ভারত। বল হাতে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দীপক চাহার।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে এদিন আগে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভার স্থায়ী হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং। এই সময়ে মাত্র ১৮৯ রান করে অলআউট হয়েছে তারা। চাহারের দারুণ বোলিংয়ে ধসে পড়ে জিম্বাবুয়ে টপ অর্ডার। মূল ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। দলীয় ৩১ রানে জিম্বাবুয়ের ৪ উইকেট তুলে নেয় ভারত।
এরপর মিডল অর্ডারদের কল্যানে কোনো মতে ১৮৯ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক চেজিস চাকাভা। এ ছাড়া ৩৪ রান করেন রিচার্ড। আর ৩৩ রান আসে ইভান্সের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে ৩০.৫ ওভারেই জয় তুলে নেয় ভারত। এই রান তুলতে এক উইকেটও হারায়নি তারা। ওপেনিং জুটিতে ১৯২ রান তুলে ১১৫ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দলের হয়ে ৭২ বলে ৮২ রান করেন শুভমান গিল। তাঁর ইনিংসে ছিল ১০ বাউন্ডারি ও এক ছক্কা। অন্যদিকে শিখর ধাওয়ান করেন ১১৩ বলে ৮৩ রান। আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফের মুখোমুখি হবে দুদল।