জুনে মাঠে ফিরছে রোনালদোদের লিগ

Looks like you've blocked notifications!

ফুটবলারদের মাঠের অনুশীলন শুরু হয়েছে আগেই। এবার খেলায় ফেরার সবুজ সংকেত পেয়েছে ইতালিয়ান লিগ সেরি আ।

আগামী ২০ জুন ইতালির শীর্ষ লিগ আবার শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। তবে এখন পর্যন্ত লিগ কর্তৃপক্ষ চূড়ান্ত কিছু জানায়নি।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়া দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। এর জন্য গত ৯ মার্চ থেকে করোনার কারণে বন্ধ সেরি আ। দীর্ঘ অপেক্ষার পর করোনার প্রকোপ কমায় ধীরে ধীরে খেলোয়াড়দের অনুশীলনে ফিরিয়েছে ক্লাবগুলো। শুরুর দিকে করোনা টেস্টের পর ব্যক্তিগত অনুশীলন, এরপর গ্রুপ করে অনুশীলন শুরু করেছেন খেলোয়াড়রা।

ক্লাবগুলোর এখন পর্যন্ত ১২টি করে ম্যাচ বাকি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন কয়েক দিন আগে জানায়, আগামী ২০ আগস্টের মধ্যে ২০১৯-২০ মৌসুম শেষ করতে চায় তাঁরা। 

চলতি লিগে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আঁচে জুভেন্টাস। টানা নবম শিরোপা জয়ের পথে আছে রোনালদোদের ক্লাব।