জুভেন্টাসে রোনালদোর হাফসেঞ্চুরি

Looks like you've blocked notifications!

রাশিয়া বিশ্বকাপের পর ইউরোপসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৮ সাল থেকে গত দেড় বছর তুরিনের ক্লাবটি মাতিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। এ সময়ের মধ্যে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

গতকাল রোববার রাতে ফিওরেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের জয়ের দিনে দুটি গোল করেছেন রোনালদো। ম্যাচের ৪০তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পর্তুগাল তারকা। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোনালদো। ৫০ গোল করতে মাত্র ৭০টি ম্যাচ খেলেছেন তিনি।

এ ছাড়া চলতি লিগে টানা ৯ ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। লিগে ১৯ ম্যাচে ১৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও দ্বিতীয় স্থানে আছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

লিগে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সিরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মাউরিজিও সারির শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়তে আছে ইন্টার মিলান।

অন্যদিকে স্প্যানিশ লা লিগায় টানা জয়ে বার্সেলোনাকে ছাড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ। বসে নেই বার্সেলোনাও। লেভান্তের বিপক্ষে প্রত্যাশিত জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে কিকে সেতিয়েনের দল।

গতকাল রোববার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে দুটি গোলই করেন তরুণ ফুটবলার আনসু ফাতি। গোল করাতে অবদান রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। এ ছাড়া এই জয়ের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট কমিয়েছে বার্সা।