জুভেন্টাস ভক্তদের জন্য রোনালদোর বিদায়ী চিঠি
দিনভর নাটকীয়তার পর অবশেষে নিজের ঠিকানা খুঁজে পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাস ছেড়ে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরে গেলেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। ম্যানইউ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জুভেন্টাস ভক্তদের জন্য খোলা চিঠি পাঠিয়েছেন পর্তুগিজ তারকা।
গতকাল শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় রাত ১০টার দিকে রোনালদোকে নেওয়ার খবরটি জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। রোনালদোর দলবদলের মূল্য নিয়ে চুক্তি হয়ে গেছে ম্যানইউর। রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা এবং তাঁর সঙ্গে ম্যানইউ’র চুক্তির আনুষ্ঠানিকতা সারলে আসবে বাকি ঘোষণা।
বিবৃতিতে ম্যানইউ বলেছে, ‘রোনালদোর দলবদলের বিষয়ে জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরে ম্যানচেস্টার ইউনাইটেড উচ্ছ্বসিত। এখন ব্যক্তিগত কিছু বিষয়, ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা বাকি।’
ম্যানইউর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আজ (শুক্রবার) আমি চমৎকার একটি ক্লাব থেকে বিদায় নিলাম। ইতালির সবচেয়ে বড়, আর ইউরোপের বড় ক্লাবগুলোর একটি থেকে বিদায় নিলাম। জুভেন্টাসের জন্য আমি সামর্থ্যের সবটুকু দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরটাকে ভালোবাসব। জুভেন্টাসের সমর্থকেরা সবসময় আমাকে সম্মান করেছে এবং তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচে, মৌসুমে ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। পরিশেষে, আমরা পেছনে ফিরে দেখলে অনুধাবন করতে পারি যে—আমরা অসাধারণ কিছু অর্জন করেছি। যা কিছু চেয়েছিলাম, তার সবটা নয়, তবে সবাই মিলে দারুণ একটা গল্প লিখেছি।’
পর্তুগিজ তারকা আরও লিখেছেন, ‘সবসময় আমি আপনাদের একজন হয়ে থাকব। এই ক্লাব এখন আমার ইতিহাসের একটা অধ্যায়, যেমনটা আমি নিজেকে এই দলের একজন মনে করি। ইতালি, জুভেন্টাস, জুভেন্টাসের সমর্থক—সবাই আমার হৃদয়ে থাকবে।’
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছর ম্যানইউতে ছিলেন পর্তুগিজ তারকা। এরপর পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে সেখানে কাটান ২০১৮ সাল পর্যন্ত। ২০১৮ সালেই রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে নাম লেখান রোনালদো। রিয়াল-জুভেন্টাস ঘুরে এবার নিজের পুরোনো ক্লাবে ফিরলেন সিআর সেভেন।