জুভেন্টাস শিবিরে করোনার হানা

Looks like you've blocked notifications!
জুভেন্টাস শিবিরে করোনার দুঃসংবাদ। ছবি : সংগৃহীত

একে একে করোনার দুঃসংবাদ পাচ্ছে ফুটবল ক্লাবগুলো। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার পর নতুন করে করোনাভাইরাস হানা দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাব জুভেন্টাসে। 

এসি মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটির ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো ও ফরোয়ার্ড হুয়ান কুয়াদরাদো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে তুরিনের ক্লাবটি।

অবশ্য একদিন আগেই সান্দ্রোর আক্রান্তের ব্যাপারে জানায় জুভেন্টাস। তাঁর করোনা পজিটিভের পর পুরো দলের সবার কোভিড-১৯ পরীক্ষা করায় ক্লাবটি। এরপরই জানা যায় কুয়াদরাদোর শরীরেও করোনা ধরা পড়েছে। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই বলে জানায় ক্লাবটি। আপাতত দুজনকেই রাখা হয়েছে আইসোলেশনে।

আজ বুধবার রাতে সিরি আতে এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুজন নিয়মিত খেলোয়াড়কে পাচ্ছে না ক্লাবটি।

চলতি লিগে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে এসি মিলান। আর, ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে জুভেন্টাস।