জয় দিয়ে উইম্বলডনে যাত্রা শুরু নাদালের

Looks like you've blocked notifications!
রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত

টেনিসে বছরটা দুর্দান্ত কাটছে রাফায়েল নাদালের। কদিন আগেই ফ্রেঞ্চ ওপেনে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন নাদাল। সেই জয়ের আমেজ না কাটতেই জয় দিয়ে উইম্বলডনে যাত্রা শুরু করলেন স্প্যানিশ তারকা।

উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সিসকো সেরুন্দলোকে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারিযেছেন নাদাল।

ম্যাচের প্রথম দুই সেট জয়ে শুরু করলেও তৃতীয় সেটে হেরে বসেন নাদাল। তবে তাতে সমস্যা হয়নি। শেষ সেটে জয় নিয়েই মাঠ ছাড়েন চলতি বছরে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় থাকা নাদাল।

গেল দুই আসরে উইম্বলডনে খেলেননি নাদাল। ২০১৯ সালের পর এই প্রথম উইম্বলডনে খেলছেন এখানে দুবারের চ্যাম্পিয়ন।

অন্যদিকে রোলাঁ গারোয়া ফ্রেঞ্চ ওপেনের নারী এককের শিরোপা জয়ী ইগা সিওনতেকও জয় দিয়ে উইম্বলডন যাত্রা শুরু করেছেন।

মেয়েদের এককে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিওনতেক। এই টানা ৩৬তম ম্যাচে জয় পেলেন এই সেনসেশন। একুশ শতকে প্রথম নারী হিসেবে টানা এত ম্যাচে জয়ের কীর্তি গড়লেন এই পোলিশ তারকা।