জয় দিয়ে লিগ শেষ করল আবাহনী
এবারও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। তাই শিরোপার আশা আরও আগে থেকেই ছাড়তে হয়েছে আবাহনী লিমিটডকে। চ্যাম্পিয়নের স্বাদ না পেলেও লিগের শেষটা জয় দিয়েই করেছে আবাহনী।
আজ রোববার দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে ৫-২ গোলে হারিয়েছে আবাহনী। হ্যাটট্রিকসহ নাসিমেন্তো করেছেন ৪ গোল, বাকি গোলটি এসেছে রাফায়েল অগাস্তো দি সিলভার পা থেকে।
এবারের লিগে ২২ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রতে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। ২০১৭-১৮ মৌসুমের পর আর শিরোপার দেখা পায়নি ক্লাবটি। এ নিয়ে চতুর্থবারের রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আবাহনীকে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৯ মিনিটেই আবাহনীকে লিড এনে দেন নাসিমেন্তো। এর তিন মিনিট পরই রাকিবের আড়াআড়ি ক্রস থেকে হেডে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
এরপর বিরতির আগেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন আবাহনীর তারকা। বিরতির পর মারুফের কল্যানে ম্যাচে ফেরার আভাস দেয় বারিধারা। কিন্তু ৫৭ মিনিটে রাফায়েলের পা থেকে আরেকটি গোল পেয়ে যায় আবাহনী। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় উত্তর বাড়িধারা।
ম্যাচের ৭৩ মিনিটে নিজের চতুর্থ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন নাসিমেন্তো। তাতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারে আবাহনী।