টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার লড়াই শুরু। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই শেষ। আজ শনিবার থেকে মাঠে গড়িয়েছে সুপার টুয়েলভের লড়াই। মূল পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার চেয়ে পরিসংখ্যানে বেশ এগিয়ে অসিরা। দুই দল একে অন্যের বিপক্ষে এই ফরম্যাটে এর আগে ২২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৩টি জিতেছে অস্ট্রেলিয়া, আটটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়।

তবে বিশ্বকাপের মঞ্চে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই দেখায় বড় ব্যবধানে প্রোটিয়াদের হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয়বার মুখোমুখি দুদল। এই লড়াই কে জেতে সেটাই দেখার।

গতকাল শুক্রবার শেষ হয়েছে প্রথম পর্বের লড়াই। প্রথম পর্বের দুই গ্রুপ থেকে সুপার টুয়েলভে উঠেছে বাংলাদেশ, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও নামিবিয়া। 

মূল পর্বে গ্রুপ-১ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-২ এ স্কটল্যান্ড, নামিবিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও  নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোইনিস, মিচেল সোয়েপসন, জশ ইংলিস।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।