টিকে থাকার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

হারলেই বাদ, জিতলে মিলবে সেমিফাইনালের টিকেট- এমন কঠিন সমীকরণের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠেছেন বাংলাদেশের ফুটবলাররা। রক্ষণ আগলে রেখে আক্রমণাত্মকভাবে খেলছেন। গোলের দেখাও পেয়েছেন। ফলে বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। তবে ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পায় শ্রীলঙ্কাই। যদিও বাংলাদেশের ডি-বক্সে গিয়ে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন অতিথিরা। পাল্টা আক্রমণে অতিথিদের চেপে ধরে বাংলাদেশ। আক্রমণে থাকা বাংলাদেশ এগিয়ে যায় ম্যাচের ১৭ মিনিটে। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের দারুণ শটে ঠিকানায় পাঠান মতিন মিয়া।   

চার মিনিট বাদে আবারও সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু প্রতিবক্ষের ডি-বক্সে গিয়ে বাংলাদেশি ভক্তদের হতাশ করেন মোহাম্মদ ইব্রাহিম। এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণ চালায় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি অথিতি ফুটবলাররা। তাতে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জেমি ডের শীর্ষরা। 

ম্যাচটিতে গোলরক্ষক শহীদুল আলম সোহেল ও নির্ভরযোগ্য ডিফেন্ডার ইয়াসিন খানকে পায়নি বাংলাদেশ। চোটের কারণে অধিনায়ক জামাল ভূঁইয়াকেও পায়নি বাংলাদেশ। ফিলিস্তিন ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অধিনায়ক। সব মিলিয়ে পুরোশক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটিতেই জিততেই হবে সাদউদ্দিনদের।

চলতি টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়ে এরই মধ্যে সেমি-ফাইনালে উঠেছে ফিলিস্তিন। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচের জয়ী দল পাবে শেষ চারের টিকেট।