টিকে থাকার ম্যাচে লড়ছে ভারত

Looks like you've blocked notifications!
ভারত বনাম অস্ট্রেলিয়ার লড়াই। ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে জয় দিয়ে উড়ন্ত শুরু করা অস্ট্রেলিয়া আজ রোববার সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে এবারও টসে জিতেছেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সিডনিতে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিকেরা। 

প্রথম ম্যাচে হেরে যাওয়ায় কোহলিদের টিকে থাকার ম্যাচ এটি। আজ হারলে সিরিজ হাতছাড়া হবে সফরকারীদের। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে ভারত।

অন্যদিকে জয়ী ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে অলরাউন্ডার মার্কোস স্টয়নিসকে বসিয়ে মইসেস হেনরিকে ফিরিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

এর আগে গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ফিঞ্চ ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভারতকে ৬৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ওইদিন টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৩০৮ রানে থামে ভারতের ইনিংস।

ভারতীয় একাদশ

শেখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, জসপ্রিত বুমরাহ, চাহাল।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশানে, মোজেস হেনরিকে, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।