টি-টেন লিগে খেলতে গেলেন ছয় বাংলাদেশি
আর কদিন বাদে সংযুক্ত আরব আমিরাতে বসছে টি-টেন ক্রিকেট লিগ। আসরে খেলতে গেছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার।
লিগে খেলতে যাওয়া ছয় বাংলাদেশি ক্রিকেটার হলেন— নাসির হোসেন, সোহাগ গাজী, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদী হাসান ও মুক্তার আলী।
গতকাল সোমবার রাতে আবুধাবিতে গেছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান। এর আগে গেছেন, মুক্তার আলী, নাসির হোসেন, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন সৈকত।
সুযোগ পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন বলে তিনি খেলছেন না। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন সোহাগ গাজী।
মারাঠা অ্যারাবিয়ানসে মুক্তার আলী, সোহাগ গাজী ও সৈকত। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন, আফিফ হোসেন ও মেহেদী হাসান। নাসির হোসেন খেলবেন পুনে ডেভিলসের হয়ে।
আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এবারের টি-টেন লিগ। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।