টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেলেন স্বর্ণা 

Looks like you've blocked notifications!
বড়দের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন স্বর্ণা আক্তার। ছবি : আইসিসি

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় চলমান উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানো চারজন।

দক্ষিণ আফ্রিকার মাটিতেই হবে বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে  ব্যাট হাতে দারুণ করে দলে জায়গা করে নিয়েছেন স্বর্ণা আক্তার। এ ছাড়াও আছেন আছেন দিশা বিশ্বাস, দিলারা আক্তার ও মারুফা আক্তার।

তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক। বিশ্বকাপ দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার শামিমা সুলতানা ও পেস বোলিং অলরাউন্ডার সোবহানা মুস্তারি।

বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া ও ফারিহা ইসলাম তৃষ্ণা। এর মধ্যে তৃষ্ণা ছাড়া বাকিরা আছেন স্ট্যান্ড বাই তালিকায়।

আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০ দলের আসরে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি।

স্ট্যান্ড বাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা।