টেস্টের প্রতি অনীহাই কাল হলো আমির-রিয়াজের!
গত বছর হুট করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির। এর কিছুদিন পর লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন ওয়াহাব রিয়াজও। মূলত টেস্টের প্রতি অনীহা থেকেই সাদা পোশাকে ক্রিকেট থেকে দূরে সরে আসেন দুজন। এবার সেই অনীহাই কাল হয়ে দাঁড়াল দুজনের সামনে। টেস্ট না খেলতে চাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েন এ দুই অভিজ্ঞ বোলার।
গত বুধবার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এবারের চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।
গত বছরই টেস্ট না খেলার জন্য ‘সি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয় দুজনকে। এবার বাদ দিয়েই নতুন চুক্তির তালিকা প্রকাশ করল পিসিবি।
এ ব্যাপারে প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেন, ‘আমির-হাসান আর ওয়াহাবকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল নির্বাচকদের জন্য। তবে হাসান মৌসুমের বেশিরভাগ অংশই ইনজুরির কারণে খেলতে পারেনি। অন্যদিকে, ওয়াহাব আর আমির কেবল সাদা বলের ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিচ্ছে। তাই আমি মনে করি, সিদ্ধান্তটা সঠিকই।'
পিসিবির নতুন চুক্তিতে প্রথমবার জায়গা পেলেন ১৭ বছর বয়সী তরুণ পেসার নাসিম শাহ। এদিকে, অধিনায়কত্ব হারানোর পাশাপাশি চুক্তিতেও অবনমন হয়েছে সরফরাজ আহমেদের। ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে উইকেটকিপার এই ব্যাটসম্যানকে।
এ ছাড়া ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠেছেন শাহিন শাহ আফ্রিদি ও টেস্ট অধিনায়ক আজহার আলি। আগে থেকেই ‘এ’-তে আছেন বাবর আজম। ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠেছেন টপঅর্ডার ব্যাটসম্যান আবিদ আলি, শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান।