টেস্ট স্ট্যাটাস পেয়ে উচ্ছ্বসিত সালমারা
একদিন আগেই বড় সুখবর পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টেস্ট স্ট্যাটাস পাচ্ছে বাংলাদেশ নারীরা। এ বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। এমন সুখবর পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত রোমানা-সালমারা।
গণমাধ্যমকে পাঠানো ভিডিও বার্তায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী ক্রিকেটারেরা। নিজের অনুভূতি জানিয়ে নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন বলেন, ‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি মেয়েদের ক্রিকেটে এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
আরেক সদস্য রুমানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো নিউজ। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের নারী ক্রিকেট পূর্ণতা পেয়েছে। সত্যি কথা নিজেদের টেস্ট খেলোয়াড় হিসেবে ভাবতে অন্যরকম অনুভূতি হচ্ছে। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।’
আনন্দের কথা শোনালেন নাহিদাও, ‘আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত টেস্ট মর্যাদা পেয়ে। আশা করি এটা ভবিষ্যতে মেয়েদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।‘
আরেক সদস্য জ্যোতি জানান, মেয়েদের টেস্ট খেলার যোগ্যতা বাংলাদেশ ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে যাবে, ‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে অন্তর্ভুক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি, অবশ্যই এটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।’
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আইসিসির পাশাপাশি বাংলাদেশের মেয়েদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার খবরটি এনটিভিকে নিশ্চিত করেছেন বিসিবির উইমেন উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘আইসিসি গতকাল তাদের মিটিংয়ে নারী ক্রিকেট নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে একটি হলো, যারা আইসিসির পূর্ণ সদস্য দেশ তারা টেস্ট খেলতে পারবে। অর্থাৎ তারা টেস্ট স্ট্যাটাস পাবে। সেই হিসেবে, এটি বাংলাদেশের জন্য এটি খুবই গৌরবের ও আনন্দের একটি বিষয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের মেয়েরা ক্রিকেটের মূল খেলাটা – টেস্ট, সেটা খেলার যোগ্যতা মেয়েরা অর্জন করল। আমাদের মেয়েরাও মানসিকভাবে প্রস্তুত।’
এখন পর্যন্ত মোট ১০টি দল আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এর মধ্যে দুটি হলো আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। বাকি আটটি হলো ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নামও।