টোকিও অলিম্পিক হচ্ছে, তবে…

Looks like you've blocked notifications!
দর্শকবিহীন হবে টোকিও অলিম্পিক। ছবি : সংগৃহীত

নতুন সূচিতে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। তবে বিদেশি দর্শকদের জাপানে প্রবেশ করতে দেওয়া হবে না। করোনার ঝুঁকি কমাতে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা। জাপানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 

স্কাই নিউজের খবর অনুযায়ী, গতকাল শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক আয়োজক কমিটি। বিবৃতিতে জানানো হয়, বিদেশি সমর্থকেরা যাঁরা অলিম্পিক ও প্যারালিম্পিকের টিকেট কিনেছেন তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে। এর জন্য আবেদন করতে হবে।

২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু, সারা বিশ্বে করোনা মহামারির কারণে গত বছর এটি স্থগিত করা হয়।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিকের এবারের আসর। যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট মাঠে গড়াবে প্যারালিম্পিক, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।