ট্রিপল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছেন পাকিস্তান অধিনায়ক
দিবা-রাত্রির টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির নায়ক পাকিস্তান অধিনায়ক আজহার আলী। ২০১৬ সালে গোলাপি বলের ক্রিকেটে ইতিহাস গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৩০২ রানের অপরাজিত ইনিংস। ইতিহাস গড়া সেই ব্যাটটাই এবার নিলামে তুলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। যার পুরো অর্থই ব্যায় হবে করোনা দুর্যোগে পড়া মানুষদের পেছনে।
এখানেই শেষ নয়, নিজের আরেকটি প্রিয় জিনিস নিলামে তুলেছেন পাকিস্তান অধিনায়ক। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের জার্সি। যাতে চ্যাম্পিয়ন পাকিস্তান দলের সব ক্রিকেটারের অটোগ্রাফ নেওয়া আছে।
আজহার প্রিয় স্মারক দুটিরই ভিত্তি মূল্য রেখেছেন ১০ লাখ পাকিস্তানি রুপি। অনলাইনের মাধ্যমে যে কেউই স্মারক দুটি ক্রয় করতে পারবেন। এজন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর (+923228485173 ) দিয়েছেন পাকিস্তান তারকা। এই নম্বরে বার্তা দিয়ে অথবা তার টুইটার পেজে খুদে বার্তা পাঠিয়ে নিলামে অংশ নেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে এই নিলাম।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট দিয়ে মঙ্গলবার রাতে এই দুই স্মারক নিলামে তোলার কথা আজহার। তিনি বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় স্মারকগুলোর দুটি এগুলো। ট্রিপল সেঞ্চুরির সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর জার্সিতে সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম। দুটি স্মারকই আমার হৃদয়ের খুব কাছের। তবে এই কঠিন সময়ে সেসব যদি লোকের উপকারে লাগে, আমার তাতেই বেশি ভালো লাগবে।’
নিলামের শুরুটা করেছিলেন ইংলিশ তারকা জস বাটলার। করোনায় মোকাবিলায় নিজের বিশ্বকাপ জয়ী জার্সি নিলামে বিক্রি করেন তিনি। এরপর নিজের বিশ্বকাপ রাঙানো ব্যাট নিলামে তোলেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। নিলামে সেই ব্যাট ২০ লাখ টাকায় বিক্রি করেন তিনি।