ডমিঙ্গোকে নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে

Looks like you've blocked notifications!
বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে। চলছে সমালোচনা। তবে চুক্তি নবায়ন হয়ে যাওয়ায় এখনো কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য বসে নেই বিসিবি। বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে দুই সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির রিপোর্ট তৈরি হলেও এখনো জমা হয়নি বোর্ডে। তাই বিসিবিও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে সবকিছু ঠিক থাকলে দ্রুতই রিপোর্ট পাবে বোর্ড। এরপর জানুয়ারিতে কোচের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বিসিবি। আজ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডমিঙ্গো আমাদের কাছে লিখিত জানায়, তার একটা ভালো প্রস্তাব আছে। সে জানতে চাচ্ছিল, আমরা তাকে রাখব কি না? যদি আমরা তাকে রাখি তাহলে সে থাকবে। আর যদি না করি তবে সে ঝুঁকির মধ্যে থাকবে না। এরপর আমরা সিদ্ধান্ত নেই, এই সময়ে আমরা কোনো কোচ পাব না। আর যদি পাইও বিশ্বকাপের পরপর একজন নতুন কোচ আনব কিনা এ নিয়ে দ্বিধায় ছিলাম। আমরা যাদের খুঁজছিলাম তাদের মধ্যে বেশিরভাগই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বুকড। এসব বিষয় চিন্তা করে বোর্ড সে সময় সিদ্ধান্ত নেয় তার মেয়াদ  বাড়ানোর।’

এরপর কোচের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এখনো অপেক্ষা করছি তদন্ত কমেটির রিপোর্টের জন্য। বিশ্বকাপের পারফরম্যান্সের কারণেই আপনারা এই প্রশ্নগুলো করছেন। বিশ্বকাপের আগে যে সিরিজগুলো হয়েছে তখন কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করেননি। এখন যেহেতু প্রশ্ন করছেন, আমরাও চেষ্টা করছি উত্তর বের করার। আমি নিজেও গত ৮ বছরে বাংলাদেশ দলের যতগুলো খেলা দেখেছি এত বাজে খেলা দেখিনি। হার-জিত থাকবেই, কিন্তু এমন বাজে পারফরম্যান্স আমি দেখিনি। নিশ্চয়ই কোনো সমস্যা তো আছে। সমস্যাটা তো জানতে হবে। তা না হলে সমাধান হবে কীভাবে? সমস্যা জানার জন্য আমরা একটা কমিটি করেছি। কমেটির রিপোর্ট পেলে জানুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের হাতে জানুয়ারী মাসটা আছে। এই মাস পর আমরা  সিদ্ধান্ত নেব।’