ঢাকাকে মাঝারি চ্যালেঞ্জ দিল মিরাজের চট্টগ্রাম
প্রথম ম্যাচে অল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও শেষ পর্যন্ত ফরচুন বরিশালের বিপক্ষে জিততে পারেনি তারা। মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঝারি সংগ্রহ গড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান গড়ে মিরাজ-সাব্বিরের চট্টগ্রাম।
উইল জ্যাকস, মেহেদী মিরাজ, সাব্বির রহমান ও বেনি হাওয়েলের ব্যাট হাতের দৃঢ়তায় এই সংগ্রহ গড়ে চট্টগ্রাম।
উদ্বোধনীতে নামা জ্যাকস সর্বোচ্চ ৪১ রান করেন ২৪ বল খরচায়। তাঁর ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কার মার রয়েছে। সাব্বির ১৭ বলে ২৯ রান করেন। অধিনায়ক মিরাজ ২৫ বলে ২৫ রান নেন। শেষ দিকে হাওয়েল ঝড়ো ইনিংস খেলে দলের ইনিংসটাকে বড় করেন। এই ইংলিশ ব্যাটার ১৯ বলে ৩৭ রান করেন। যাতে তিনটি ছক্কা ও একটি চারের মার রয়েছে।
বল হাতে পেসার রুবেল হোসন দারুণ সফল। চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আরাফাত সানি, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ নেন একটি করে উইকেট।
গতকাল শুক্রবার ফরচুন বরিশালের কাছে চার উইকেটে হারে চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ১২৫ রান গড়ে। ছোট লক্ষ্যের জবাবে ঘাম ঝরিয়ে জিতেছে বরিশাল।