তবুও কোহলি বলছেন ‘পিচ ভালো ছিল’

Looks like you've blocked notifications!
ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত  

আহমেদাবাদের স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন উইকেটে টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জের। শেষ পর্যন্ত দুই দিনেই ফল চলে আসে টেস্টের। ইংল্যান্ডকে গুঁড়িয়ে ম্যাচটি জিতে নেয় ভারত। খেলা শেষে যখন পিচ নিয়ে আলোচনা হচ্ছে, তখন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন, পিচ ভালোই ছিল। বরং ব্যাটসম্যানদের উন্নতি ছিল না বলে মনে করেন স্বাগতিক অধিনায়ক।    

ভারত বনাম ইংল্যান্ডের গোলাপি বলের টেস্ট শেষে মোতেরার পিচ নিয়ে বিতর্ক চলছে ক্রিকেট মহলে। মাইকেল ভনের মতো সাবেকরা বলছেন, এই পিচ টেস্টের উপযোগী নয়। আবার সুনীল গাভাস্কার, গ্রেম সোয়ানের মতো তারকারা বলছেন, ফুটওয়ার্ক ভালো না হওয়ার খেসারতই দিতে হলো ব্যাটসম্যানদের।

তবে ভারত অধিনায়ক কোহলি বলছেন অন্য কথা। তাঁর কথায়, ‘পিচ বেশ ভালোই ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে বল খুব ভালো ব্যাটে আসছিল। দু-একটা বল ঘুরছিল। ব্যাটিং উন্নত মানের হয়নি বলেই আমি মনে করি। দুটো দলেরই ব্যাটিং ঠিকমতো হয়নি। আর একটা কথা বলব। আমাদের বোলারেরা দারুণ বল করেছে বলেই এই ফল পেয়েছি।’

গোলাপি বলের টেস্টে দুদিন মিলিয়ে উইকেট পড়েছে ৩০টি। যার মধ্যে ২৮টিই পেয়েছেন স্পিনাররা। ভারতের বুমরাহ-ইশান্ত শর্মা এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জফরা আর্চাররা কোনো রকম সফলতা পাননি।

স্পিনারদের সাফল্য পাওয়ার কারণ ব্যাখ্যা করে সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেছেন, ‘ব্যাটসম্যানেরা বলের কাছে পৌঁছাতে পারেনি। যদি অনেকটা পা বাড়িয়ে খেলা যায়, তাহলে বল প্যাডে লাগলেও আম্পায়ারেরা এলবিডব্লিউ দিতে দ্বিধা করবেন। কিন্তু এখানে ব্যাটসম্যানেরা সেটা করছে না।’

অন্যদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, ‘আকর্ষণীয় ক্রিকেট। কিন্তু, টেস্ট ক্রিকেটের জন্য এটা অত্যন্ত খারাপ একটা পিচ। দ্বিতীয় দিনে ব্যাপারটা পুরো লটারি হয়ে গিয়েছিল।’

পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজও। টুইটারে তিনি লিখেছেন, ‘দুদিনে খেলা শেষ হয়ে গেল! জানি না, এটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন কি না। এই ধরনের উইকেটে যদি অনিল কুম্বলে আর হরভজন বল করত, তা হলে ওদের কত উইকেট হতো? হাজার আর ৮০০? যাই হোক, অভিনন্দন অক্ষর। কী দারুণ স্পেল। অভিনন্দন অশ্বিন।’