তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক

Looks like you've blocked notifications!
অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টেস্ট হারের পথে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার ম্যাচের শেষ দিনে ৯৩ রান তুললেই জয় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। দলেই এই হতাশার সময়ে ব্যক্তিগত একটি অর্জন নিজের ঝুলিতে জমা রেখেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে  সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন সাবেক এই অধিনায়ক।

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯১ রান ও দ্বিতীয় ইনিংসে ১৬ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আজ ১৬ রানের ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।

৭৬ টেস্টে সাতটি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরিতে মুশফিকের সংগ্রহ ৪৮০৩ রান। আর ৬৪ টেস্টে ১২৩ ইনিংসে নয়টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ৪৭৮৮ রান।

তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৫৮ টেস্টে পাঁচটি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরিতে ৩৯৩৩ রান করেছেন সাকিব।

৪৬ টেস্টের ৮৫ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরিতে ৩৩৫৫ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বর্তমান অধিনায়ক মুমিনুল হক।