তামিমকে নিজের বলে আউট করতে চান মুশফিক
দুজনই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। রেকর্ড ভাঙা-গড়া নিয়ে দুজনের মধ্যে চলে মধুর প্রতিযোগিতা। তবুও তামিম ইকবালকেই সেরা মনে করেন মুশফিকুর রহিম। তবে সর্বোচ্চ রানের তালিকায় তামিমের চেয়ে এক রান হলেও এগিয়ে থাকতে চান মুশফিক। সেইসঙ্গে নিজের বোলিংয়ে একবার হলেও তামিমকে আউট করতে চান সতীর্থ মুশফিক।
গতকাল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করার পথেই তামিমকে টপকে যান তিনি। হয়ে যান টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রানের মালিক। বাংলাদেশের ইনিংস ঘোষণার সময় ২০৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। টেস্টে ১৩০ ইনিংসে মুশফিকের রান এখন ৪,৪১৩। তামিম ১১৫ ইনিংস খেলে করেছেন ৪,৪০৫ রান।
বন্ধু তামিমের সঙ্গে এমন দ্বৈরথ নিয়ে সংবাদ সম্মেলনে কথা উঠলে মুশফিক বলেন, ‘রেকর্ড নিয়ে এখনো আমি জানি না। তামিম জানে। সে আসলে সবকিছুই জানে। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবাল। ওর সঙ্গে সব সময় একটা প্রতিযোগিতা থাকে আমার, মধুর প্রতিযোগিতা। তামিম আমাকে অনেক অনুপ্রেরণা জোগায়। যেকোনো দলে এমন প্রতিযোগিতা থাকলে সেটা দলের জন্যই ভালো। আমি মনেপ্রাণে চাই, ও যেন সর্বোচ্চ স্কোরার হোক। তবে এটাও চাই, যেন ওর চেয়ে এক রান হলেও বেশি করতে পারি।’
এরপর নিজের বলে তামিমকে আউট করার ইচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘আমি যখন আমার ব্যাটিংয়ের ভিডিও দেখি বা হাইলাইটসগুলো দেখি, তখন আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার মনে হয়, ইশ যদি তামিমের মতো ওই ড্রাইভটা খেলতে পারতাম বা সাকিবের মতো যদি এই কাটটা খেলতে পারতাম। অনেক কিছু মনে হয় তামিম পারে, আমি পারি না। আল্লাহ সবাইকে সবকিছু দেন না। তবে আমি কখন কী করতে হয়, সেটা করার চেষ্টা করি। ভুলগুলো থেকে যেন শিখতে পারি, এই কাজটা আমি করি। আমাদের সব রেকর্ড কিন্তু ওর। আমার অনেক ইচ্ছা যে, নিজের বলে ওকে (তামিম) একবার আউট করব।’
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান মুশফিক। লাঞ্চ থেকে ফিরে অ্যানস্লের বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কের ঘরে যান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। শতকের ঘরে যেতে মুশফিক খেলেন ১৬০ বল। ২১৩ মিনিটের ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি। এরপর নাইছুর বলে বাউন্ডারি হাঁকিয়ে প্রবেশ করেন দেড়শর ঘরে। দেড়শ করতে মুশফিকের লেগেছে ২৫৪ বল। এরপর ৩১৫ বলে মুশফিক পৌঁছে যান ডাবল সেঞ্চুরির ঘরে। তাঁর টেস্ট ক্যারয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি এটি। দীর্ঘ ১০ ইনিংস পর ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
২০১৮ সালের নভেম্বরে শেষবার জিম্বাবুয়ের বিপক্ষেই ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে খেলেছিলেন ২১৯ রানের অপরাজিত ইনিংস। দেড় বছর বাদে সেই একই মঞ্চ ও একই প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেই ফের ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন মুশফিক। সেই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষেই নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।