তারকা মুস্তাফিজের সঙ্গে নবীন মেহেদীর লড়াই
বঙ্গবন্ধু বিপিএলে উইকেট শিকারের লড়াই চলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদী হাসান রানা ও রংপুর রেঞ্জার্সের মুস্তাফিজুর রহমানের মধ্যে। সিলেট পর্বের তৃতীয় দিন রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪১ রানে দুই উইকেট নিয়ে মেহেদীকে সরিয়ে বোলারদের তালিকায় শীর্ষে ওঠেন কাটার-মাস্টার। এখন তাঁর সংগ্রহ ১০ ম্যাচে ১৬ উইকেট। আর মেহেদীর ছিল ১৪। কিন্তু সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে তিন উইকেট নিয়ে মুস্তাফিজকে টপকে যান মেহেদী। এখন তাঁর শিকার ১৭ উইকেট।
অবশ্য সিলেট পর্বের আগে এককভাবে শীর্ষে ছিলেন মেহেদীই। তখন তাঁর শিকার ছিল ১৪ উইকেট। মুস্তাফিজের ছিল ১২ উইকেট। সিলেট পর্বে দুই ম্যাচে চার উইকেট শিকার করেন ফিজ। আর সিলেটে এক ম্যাচ খেলে তিন উইকেট নেন মেহেদী। এবারের আসরে সর্বোচ্চ তিনটি ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদী।
বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ পাঁচ বোলার :
মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৮ ম্যাচে ১৭ উইকেট
মুস্তাফিজুর রহমানের (রংপুর রেঞ্জার্স) ১০ ম্যাচে ১৬ উইকেট
মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৯ ম্যাচে ১৩ উইকেট
লুইস গ্রেগরি (রংপুর রেঞ্জার্স) ৯ ম্যাচে ১৩ উইকেট
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৯ ম্যাচে ১৩ উইকেট
এবাদত হোসেন (সিলেট) ১১ ম্যাচে ১৩ উইকেট