তুরিনে পগবা, জুভেন্টাসে ফিরছেন

Looks like you've blocked notifications!
পল পগবা। ছবি : সংগৃহীত  

ফরাসি মিডফিল্ডার পল পগবা জুভেন্টাসে ফ্রি এজেন্ট হিসেবে ফিরে যাচ্ছেন। অবশ্য ক্লাবটিতে যোগ দেওয়ার আগে তুরিনে গিয়েছিলেন তিনি। জুভেন্টাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যায় ২৯ বছর বয়সী এই ফুটবলার বিমানে করে ইতালিতে যাচ্ছেন।  

এই ঘোষণা দিয়েছেন পগবা নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে  একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি জুভেন্টাসের কালো-সাদা রঙের জার্সি পরে ইতালীয় ভাষায় বলছেন ‘শীঘ্রই দেখা হবে’।

বিশ্বকাপ জয়ী পগবা আজ শনিবার চার বছরের চুক্তিতে জুভেন্টাসের সঙ্গে সই করার কথা রয়েছে। এর আগে ডাক্তারি পরীক্ষা করা হবে তাঁর। জুভেন্টাসে আট মিলিয়ন ইউরো এবং বোনাসসহ সম্ভাব্য আরও দুই মিলিয়ন ইউরো আয় করবেন তিনি।

এএফপির খবরে জানা গেছে, গত মাসের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আবার তিনি জুভেন্টাসে যোগ দেবেন। ইংল্যান্ডে হতাশাজনক ছয় বছরের চুক্তির অবসান হয়েছে।

ম্যান ইউ ইংলিশ ফুটবলে শীর্ষ তালিকায় খুব একটা নেই। নয় বছর ধরে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি তারা।

২০১৭ সালে ইউরোপা লিগ এবং একই মৌসুমের লিগ কাপে খুব একটা ভালো খেলতে পারেননি পগবা।  

তুরিনের জায়ান্টরা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ছেড়ে দিয়েছে। তাই পগবার ১০ নম্বর জার্সি পরে খেলার কথা রয়েছে।