তৃতীয় টেস্ট খেলতে পারেন ওয়ার্নার
নতুন বছরে প্রথম টেস্টের আগে কিছুটা ফিরল স্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে। চোট সেরে সিডনিতে তৃতীয় টেস্টে ফিরতে চলেছেন ডেভিড ওয়ার্নার। এই টেস্টে অভিষেক হতে পারে উইল পুকোভস্কির।
আজ মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘অত্যন্ত আশাবাদী যে (তৃতীয় টেস্টে) খেলার জন্য তৈরি ডেভিড (ওয়ার্নার)। তৈরি হওয়ার জন্য যা করার প্রয়োজন আছে, সেটা যে ও করে আসছে, তা প্রথম দিন থেকেই বলে আসছি।’
ইএসপিএনক্রিকইফোর খবরে জানা গেছে, প্রায় ১২ মাস ধরে চার দিনের ক্রিকেট খেলেননি ওয়ার্নার। তা নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন ল্যাঙ্গার। এ ব্যাপারে তিনি বলেন, ‘খেলার জন্য ও দৃঢ়প্রতিজ্ঞ। ও প্রতিযোগিতা ভালোবাসে এবং টেস্ট ক্রিকেট খেলতে ও ভালোবাসে। আজ বিকেলের অনুশীলনের সেশনে ওকে চূড়ান্তভাবে দেখা হবে। তা নিয়ে আলোচনা করা হবে। তবে আমি বলতে চাই, ওকে দেখে মনে হচ্ছে যে টেস্ট ম্যাচ খেলতে তৈরি ও।’
ল্যাঙ্গার আরো বলেন, ‘কিছুটা স্টিভ স্মিথের মতো সম্প্রতি ও (ওয়ার্নার) সাদা বলের ক্রিকেট ভালো খেলেছে। ডেভি প্রায় ১২ মাস কোনো চার দিনের ক্রিকেট খেলেনি। কিন্তু সে দুর্দান্ত একজন খেলোয়াড়। অভিজ্ঞতা ওকে সাহায্য করবে। তা নিয়ে কোনো সন্দেহ নেই।’
ওয়ার্নারের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তৃতীয় টেস্টে খেলার ছাড়পত্র পেয়েছেন পুকোভস্কি। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাথায় বল লেগেছিল ২২ বছরের তরুণ ক্রিকেটারের। প্রথম দুটি টেস্টে ছাড়পত্র না পেলেও তৃতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। ল্যাঙ্গার বলেন, ‘সব বিশেষজ্ঞরা তাকে ছাড়পত্র দিয়েছে। তাকে সবুজ সংকতে দেওয়া হয়েছে।’