দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ
বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কেশব মহারাজ। নারী ক্রিকেটের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।
২০২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই পুরস্কারের জন্য বিবেচনা করা সময়ে তিন ফরম্যাটে মোট ৭১টি উইকেট নিয়েছেন মহারাজ।
এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হ্যাটট্রিক, বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট করে নিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল।
অন্যদিকে পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কাগিসো রাবাদা। টি-টোয়েন্টির সেরা এইডেন মারক্রাম। সমর্থকদের চোখে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সীমিত ওভারের দলের আগ্রাসী ব্যাটসম্যান ডেভিড মিলার।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার লরা উলভার্ট, টি-টোয়েন্টির সেরা সদ্য অবসরে যাওয়া লিজেল লি।