দর্শকদের কথা ভেবে বিসিবির বিকল্প পরিকল্পনা

Looks like you've blocked notifications!
শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এর আগে আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনে শেরেবাংলা স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফসহ আরো অনেক তারকা।

কিন্তু এমন অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি বসে দেখার সৌভাগ্য হবে স্বল্প সংখ্যক দর্শকের। কারণ এই জমকালো অনুষ্ঠানে সাধারণ দর্শকের জন্য সর্বোচ্চ আট হাজার টিকেট বরাদ্দ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দর্শকদের জন্য বিকল্প পরিকল্পনার করছে বিসিবি। আজ বৃহস্পতিবার নিজেদের পরিকল্পনার কথা সংবাদ মাধ্যমকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘টিকেটের চাহিদা এক লাখের উপরে। আমার এখানে হবে হয়তো ১০-১২ হাজার। আমাদের ধারণা অনুযায়ী। এটা ভিআইপিদের টিকিট দেওয়ার পর বোঝা যাবে। সাধারণ দর্শকরা সাত-আট হাজার টিকিট পাবে হয়তো। তবে আমরা কিছু পয়েন্ট ঠিক করেছি।’

বিসিবির সভাপতি বলেন, ‘সাতটি বিভাগে অনুষ্ঠানটি দেখানো হবে বড় পর্দায়। আমরা নিজেরা আয়োজন করছি। ঢাকা শহরে আমরা কিছু পয়েন্ট ঠিক করেছি। টিএসসিতে, গুলশান বা বনানী ক্লাবে একটা, ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে দেখাচ্ছি।’

নাজমুল হাসান আরো বলেন, ‘মিরপুরের দর্শকদের জন্য সিটি ক্লাব মাঠ বা অন্য কোনো মাঠে আমরা বড় পর্দার আয়োজন করছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা তা আয়োজন করার চেষ্টা করছি। এটা করে যে চাহিদা কমে যাবে তা নয়, তবে স্টেডিয়ামে তো এত দর্শক আনা সম্ভব না।’

উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, গাজী টিভি ও নিউজ ২৪।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের। একই মঞ্চে গাই গাইবেন মমতাজ ও জেমস।