দর্শকহীন মাঠ যেন ফুলবিহীন বাগান : রোনালদো
করোনা পরিস্থিতির মধ্যে গত মে মাসে মাঠে ফিরেছে ফুটবল। কিন্তু এখন আর গ্যালারিতে দর্শকের উচ্ছ্বাস দেখা যায় না। দর্শকবিহীন নীরব গ্যালারিতে লড়াই করতে হয় ফুটবলারদের। এমন পরিস্থিতিতে দর্শকের উপস্থিতি মিস করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। দুটি উদাহরণ দিয়ে জানালেন দর্শকদের অভাব কতটা মিস করছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
গতকাল মঙ্গলবার চলতি বছরে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন রোনালদো। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েন তিনি। সুইডেনের বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০তম গোল করার কীর্তি গড়লেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এমন রেকর্ডময় ম্যাচের পর দর্শক মিস করার কথা জানান জুভেন্টাস তারকা।
গোল ডটকমের এক প্রতিবেদনে রোনালদো বলেন, ‘দর্শক ছাড়া খেলার বিষয়টা সার্কাসে গিয়ে কোনো ভাঁড় দেখতে না পাওয়ার মতো। এটা অনেকটা বাগানে গিয়ে ফুল দেখতে না পাওয়ার মতো। তবে আক্ষেপের সুযোগ নেই। দর্শকের হর্ষধ্বনি আমাকে আপ্লুত করে ঠিক। কিন্তু সবার আগে স্বাস্থ্য নিরাপত্তা। যেহেতু বিশ্ব স্বাস্থ্য এখনো অনুমতি দেয়নি, তাই এটি মানতেই হবে আমাদের।’
উয়েফা নেশনস লিগের নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। সে ম্যাচে ছিলেন না রোনালদো। আলোচনা ওঠে, রোনালদোকে ছাড়াই পর্তুগাল এগিয়ে যেতে পারবে কি না?
সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে রোনালদো বলেন, ‘এটা হয়তো একটা মন্তব্য, আমি খবর পড়ি না। আমি জানি, এই মাঠে (সুইডেনের মাঠ) শেষবার যখন খেলেছি, আমি একটা ভূমিকা রেখেছিলাম। এরপর খেললেও অবদান রাখব, সেটা আমি জানতাম। আমি বাইরের কিছু শুনি না, নিজে যা করতে পারি সেটাই আমার পক্ষে কথা বলে। আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমার প্রমাণ আমি মাঠেই করব।’