দারুণ জয়ে মৌসুম শুরু ম্যানসিটির

Looks like you've blocked notifications!
ম্যানচেস্টার সিটি ও ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত

দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি। গতকাল সোমবার দিবাগত রাতে ২০২০-২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে ম্যানসিটি।

প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের পক্ষে গোল করেছেন কেভিন ডে ব্রুইন, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস। আর ওয়ান্ডারার্সের হয়ে একমাত্র গোলটি করেছেন রাউল হিমেনেস।    

গতকাল শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। প্রতিপক্ষের ওপর আধিপত্য রেখে ২০ মিনিটে এগিয়ে যায় তারা। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন ডি ব্রুইন। এরপর পেনাল্টি পেলে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।   

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ডি-বক্সে রাহিম স্টার্লিংকে বল বাড়ান ডি ব্রুইন। তাঁর পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান এই ইংলিশ তারকা।

৭৮ মিনিটে ব্যবধান কমায় ওয়ান্ডারার্স। সতীর্থের ক্রস ধরে হেডে স্কোরলাইন ২-১ করেন হিমেনেস।

যোগ করা সময়ে তৃতীয় গোলে ম্যানসিটির বড় জয় নিশ্চিত করেন জেসুস। ফলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

চলতি লিগে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে লেস্টার সিটি। সমান পয়েন্ট ৬ নিয়ে পরের স্থানগুলোতে আছে এভারটন, আর্সেনাল, লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে ম্যানসিটি।